রাজবাড়ীতে আগু‌নে পুড়ে দুই শিশুর মৃত্যু

রাজবাড়ীর কালুখালী উপ‌জেলার মাঝবাড়ী‌তে আগু‌নে পু‌ড়ে দুই শিশুর মৃত্যু হ‌য়ে‌ছে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যার আগ মুহূর্তে এ দুর্ঘটনা ঘটে।মাঝবাড়ী ইউনিয়ন প‌রিষদ চেয়ারম্যান কাজী শ‌রিফুল ইসলাম রাতে বিষয়‌টি নিশ্চিত ক‌রেছেন।

তি‌নি জানান, বৃহস্প‌তিবার সন্ধ্যার পূর্ব মুহূর্তে ইউ‌নিয়নের ৩ নম্বর ওয়ার্ডে ইকরা‌মের বাড়িতে চার শিশু খেল‌তে খেল‌তে এক‌টি লাকড়ির ঘ‌রে প্রবেশ ক‌রে। ওই ঘ‌রের অন্যপা‌শে এক‌টি গ্যাসের চুলা ছি‌ল। ওইসময় হঠাৎ আগু‌নের সূত্রপাত হয়। আগু‌নে আনুমানিক ৭‌-৮ ও ২-৩ বছ‌রের দুই‌ শিশু গুরুতর আহত হয়। আগুন লাগার পর ভ‌য়ে তারা দরজা আট‌কে ঘ‌রের ভেত‌রে দাঁ‌ড়ি‌য়েছিল।

এসময় স্থানীয়রা তা‌দের উ‌দ্ধার ক‌রে হাসপাতা‌লে নি‌য়ে যান। পরে ফ‌রিদপুর বঙ্গবন্ধু শেখ মু‌জিব মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে একজনের ও ঢাকার একটি হাসপাতালে আরেক শিশুর মৃত্যু হয়।
তিনি আরও জানান, আগুনে ইকরাম ও তার প্রতিবেশি বাবুর ছে‌লের মৃত্যু হয়েছে।

যোগাযোগ করুন

2nd Floor, House 549, Road 8, Avenue 6, Mirpur DOHS, Dhaka - 1216, Bangladesh.

+8801811-548379

[email protected]

Follow Us
ফ্লিকার ফটো

© Glossy IT News Portal. All Rights Reserved. Design by Glossy IT